মঙ্গলবার বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগামী ২৩ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ-প্লাস’ ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে এক ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভার আয়োজন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা মেডিকেল ক্যাল অফিসার ডা. সেলিম উদ্দিন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হিরেন্দ্র লাল চাকমা। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা অফিসে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীবৃন্দ।
আলোচনা সভায় বলা হয়, এ পর্যন্ত উপজেলায় ১ম রাউন্ডে ৩ হাজার ৪শ’ এর অধিক শিশুকে ‘ভিটামিন-এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এবং ২য় রাউন্ডে এবার ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ১টি করে ‘ভিটামিন-এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ১টি করে ‘ভিটামি-এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
‘ভিটামিন এ প্লাস’ ক্যাম্পেইন ২য় রাউন্ডে যাতে কোন শিশু বাদ না পড়ে সে বিষয়ে সকল স্বাস্থ্যকর্মীকে অনুরোধ ও সতর্ক করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.