রাঙামাটিতে গণতন্ত্রের বিজয় দিবস পালন

Published: 05 Jan 2015   Monday   

সোমবার গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষ্যে রাঙামাটি জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। বক্তব্যে দেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু, জেলা আওয়ামীলীগের সহসভাপতি চিং কিউ রোয়াজা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, অভয় প্রকাশ চাকমা, সাধন মনি চাকমা, জেবুন্নেসা রহিম, জমির উদ্দিন, নুর মোহাম্মদ কাজল, মিজানুর রহমান, উদয়ন বড়–য়া, সাইফুল আলম সাইদুল প্রমুখ।

 সভাপতির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, খালেদা জিয়া বার বার আলোচনায় বসার দাবী করেন, কিন্তু যখন তার রাজনৈতিক প্রতিপক্ষ আলোচনার টেবিলে বসতে আহবান জানান, তখন প্রত্যাখান করেন। একইভাবে  পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর স্ববিরোধীতার রাজনীতিই পার্বত্যাঞ্চলে স্থায়ী শান্তি স্থাপনের পথে প্রধান এবং মূল বাঁধা।

তিনি আরও বলেন, আজকে পার্বত্য চট্টগ্রামে যারা মেডিকেল কলেজে ভর্তি এবং শিক্ষাদান কার্যক্রম শুরু করার বিরুদ্ধে অবস্থান নিয়ে পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকরতে চাচ্ছে, তাঁরাই আবার মেডিকের কলেজে ভর্তির জন্য স্থানীয় সাংসদকে দিয়ে ডিওলেটারের মাধ্যমে ছাত্র ভর্তির সুপারিশ করেন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত