রাঙামাটিতে বলিপাড়া নারী কল্যাণ সমিতি’র স্যানমার্ক সিমস্ প্রারম্ভিক পরিচিতি সভা

Published: 26 Feb 2015   Thursday   

বৃহস্পতিবার বান্দরবান বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস)’র স্যানমার্ক সিমস্ প্রারম্ভিক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভার উদ্ধোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস)’র  সভানেত্রী নিমকিম বমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের রাঙামাটি জেলা প্রকল্প ব্যবস্থাপক মিন্টু বিকাশ চাকমা, ৬নং বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয়গীরি চাকমা ও রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  উবাচ মারমা। সভায় সভায়  রাঙামাটি ও রাজস্থলী উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, হেডম্যান, কার্ব্বারী ও বেসরকারী উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রকল্পের প্রথম পর্যায়ে রাঙামাটি সদর ও রাজস্থলী উপজেলায় এই প্রকল্পের কাজ শুরু হবে বলে সভায় জানানো হয়েছে।

 

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, পার্বত্য এলাকার বসবাসরত গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর উন্নত স্বাস্থ্য ব্যবস্থার জন্য ইউনিসেফ কর্তৃক যে প্রকল্প গ্রহন করা হয়েছে তা এ এলাকার জনগনের কল্যাণ বয়ে নিয়ে আসবে বলে আমার বিশ্বাস। কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল চাবিকাঠি, তিনি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে প্রান্তিক জনগোষ্ঠির সব ধরনের উন্নয়নে এগিয়ে আসলে এ জেলা অনেক এগিয়ে যাবে। তিনি পার্বত্যঞ্চলের প্রত্যান্ত এলাকায় স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্রচার বাড়াতে জনপ্রতিনিধি, চেয়ারম্যান, হেডম্যান , কার্ব্বারীদের আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত