চালককে আটকের প্রতিবাদে রাঙামাটি শহরে সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ

Published: 23 Feb 2015   Monday   

রাঙামাটি শহরে সরকারী বিরোধী কার্যকলাপের অভিযোগে আব্দুল মান্নান(৩৬) নামের এক সিএনজি অটোরিক্সা চালকে সোমবার পুলিশ আটক করেছে। এর প্রতিবাদে বিকাল ৩টা থেকে শহরে সিএনজি অটোরিক্সা চলাবল বন্ধ করে দিয়েছে চালকরা।

 

জানা গেছে, সরকার বিরোধী কার্যকলাপের অভিযোগে সোমবার দুপুরের দিকে শহরের ভেদভেদী চেকপোষ্ট এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা ও সিএনজি চালক আব্দুল মান্নানকে (৩৬) পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। আটকের ঘটনা জানাজানি হলে বিকাল ৩টা পর থেকে শহরে সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ করে দেয় চালকরা। রাঙামাটি শহরের একমাত্র বাহন আকস্মিক সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ হয়ে পড়ায় অফিসগামী থেকে ঘরমুখো সাধারন মানুষ দুর্ভোগে পড়তে হয়। সাধারন মানুষ পায়ে হেটে যার যার গন্তব্যস্থলে পৌছাতে হয়েছে।

 

রাঙামাটি অটোরিক্সা চালক সমিতির সাধারন সম্পাদক শহীদুজ্জামান রোমান জানিয়েছেন, আব্দুল মান্নানকে টেক্সী চালানো অবস্থায় তাকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে কোন মামলাও নেই এবং কি অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে,তাও বলছে না পুলিশ। আমরা কোতয়ালি থানার ওসি’র সাথেও সাক্ষাত করে তার মুক্তির দাবি জানিয়েছি, কিন্তু পুলিশ আমাদের কোন কথাই শোনেনি।

 

এদিকে শহরে টেক্সী চলাচল বন্ধ থাকায় রাতে টেক্সী চালক ও মালিক সমিতির সাথে বৈঠক করেছেন পুলিশ সুপার সাইয়েদ তারেকুল হাসান। 

 

বৈঠক শেষে  রাঙামাটি অটোরিক্সা চালক সমিতির সাধারন সম্পাদক শহীদুজ্জামান রোমান জানান, আলোচনা ফলপ্রুস হয়েছে। আটককৃত চালকের জামিনের বিষয়ে পুলিশের পক্ষ সহায়তা করা হবে বলে আমাদের আশ্বস্থ করা হয়েছে। কাল সকাল থেকে টেক্সী আবার চলাচল করবে।

 

কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মনু সোহেল ইমতিয়াজ জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং সরকার বিরোধী কার্যক্রমে জড়িত থাকার সুনিশ্চিত তথ্য সম্পর্কে নিশ্চিত হয়েই আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত