রাঙামাটি মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কার্যক্রম অন্যত্র সরিয়ে নিলে লাগাতার হরতালসহ অসহযোগ আন্দোলনের হুমকি বাঙ্গালি সংগঠনগুলো

Published: 22 Feb 2015   Sunday   

রাঙামাটিতে স্থাপিত মেডিকেল কলেজ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কার্যক্রম অন্যত্র সরিয়ে নিলে লাগাতার হরতালসহ অসহযোগ আন্দোলনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিয়েছে পাহাড়ের বাঙ্গালি সংগঠনগুলো।

 

রোববার রাঙামাটি সাংবাদিক ফোরাম কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুমকি প্রদান করেন সংগঠনগুলোর নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পার্বত্য গণ পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন চৌধুরী আলমগীর, পার্বত্য সম-অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক এডভোকেট আবছার আলী, পার্বত্য ছাত্র ঐক্য পরিষদের সভাপতি উজ্জল পাল, পার্বত্য সমঅধিকার ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম নাজিমসহ বাঙ্গালী নেতৃবৃন্দ।

 

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দরা বলেন, স্বাধীন বাংলাদেশের এক দশমাংশ এলাকার বাংলাদেশের হৃদপিন্ড পার্বত্য চট্টগ্রাম। অথচ আজও  পার্বত্য জনগণ রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার প্রকৃত স্বাদ ভোগ করতে পারেনি। ৭১ এর পরাজিত শক্তির লাগামহীন দাপটে পার্বত্য বাঙ্গালী যেন নিজ দেশে পরবাসী।

 

তারা আরও বলেন, এখানকার আঞ্চলিক রাজনৈতিক সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক অপহরণ,খুন,চাঁদাবাজি, ধর্ষণ আতংকে পার্বত্য বাঙ্গালীরা প্রতিনিয়তই নিরাপত্তাহীনতায় ভুগছে।

 

সরকারের উদারতার কারনে পার্বত্য চট্টগ্রাম চুক্তি ৯৭ এর ফলে পার্বত্যাঞ্চল এখন আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।

 

সংবাদ সন্মেলনে বক্তারা পার্বত্য জনগণের শিক্ষার উন্নয়ন প্রসারে রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করে শিক্ষা কার্যক্রম শুরু করা,সেনা ক্যাম্প পুণঃ স্থাপনপূর্বক পার্বত্যাঞ্চল থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করে সন্ত্রাস নির্মূল করা,শান্তিতে উন্নয়নের নামে ইউএনডিপি ও বিদেশী এনজিও সংস্থার দেশ বিরোধী ষড়যন্ত্র বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন,পার্বত্যাঞ্চলে সিএইচটি কমিশনের দেশ বিরোধী কর্মকান্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থাসহ ইত্যাদি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত