রাঙামাটি মেডিকেল কলেজের পাঠদান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দ্রুত শুরুর দাবিতে স্মারকিলিপি দিয়েছে ইসলামি ছাত্র সেনা

Published: 22 Feb 2015   Sunday   

রাঙামাটি মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অব্যাহত রাখার দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি ছাত্র সেনা

রাঙামাটি মেডিকেল কলেজের পাঠদান কার্যক্রম অব্যাহত রাখা এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ত্বরাম্বিত করার দাবিতে রোববার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী  বরাবরে স্মারক লিপি দিয়েছে ইসলামি ছাত্র সেনা জেলা শাখা।

 

স্মারকলিপি প্রদানকালে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র সেনারজেলা শাখার সভাপতি মোঃ মনসুর আলী,সাধারণ সম্পাদক মোঃ তারেক আজিজ,সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ মোছলেহ উদ্দিন,অর্থ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।

 

স্মারকলিপিতে  অভিযোগ করা হয় ১০ জানুয়ারি মেডিকেল কলেজের পাঠদান উদ্বোধনের দিন একটি গোষ্ঠী মেডিকেল কলেজের পাঠদান বানচাল করার জন্য পাহাড়ের শান্তি-শৃংখলা নস্যাৎ করার লক্ষ্যে ষড়যন্ত্র করে। এতে প্রশাসন শান্তি-শৃংখলা রক্ষায় কার্ফ্যু পর্যন্ত জারি করে।

 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত