সিআইপিডি`র উদ্যোগে রাঙামাটিতে চক্ষু, শিশু সেবা ও সাধারণ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

Published: 07 Nov 2017   Tuesday   

সিআইপিডিএর উদ্যোগে সোমবার রাঙামাটিতে চক্ষু ক্যাম্প ও শিশু সেবা ও সাধারণ স্বাস্থ্য  ক্যাম্প  অনুষ্ঠিত হয়েছে।

 

সিআইপিডি’র পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে বাস্তবায়নাধীন“সমৃদ্ধি কর্মসূচি”র আওতায় সাপছড়ি ইউনিয়ন কমপ্লেক্সে আয়োজিত ক্যাম্পের উদ্বোধন করেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার সুমনী আক্তার। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সিআইপিডি’র কর্মকর্তা ভেটায়েন চাকমা, সাপছড়ি ইউনিয়নের মহিলা সদস্য সুমিত্রা চাকমা প্রমুখ। 

 

আয়োজিত ক্যাম্পে চিকিৎসা দেন রাঙামাটি জেনারেল হাসপাতালের জুনিয়র কনসাল্টটেন্ট  ডা: এম এ আব্দুল হাই  ও  মেডিকেল অফিসার ডাঃ মাকসুদুর রহমান। দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্পে ৫৪ জন শিশু, ৭৭জন নারী-পুরুষকে সাধারণ রোগের চিকিৎসা ও ৯৪ জন চক্ষু রোগীকে বিনামুল্যে ঔষধও সেবা প্রদান করা হয়। এছাড়া চক্ষু রোগিদের মধ্যে ২৯ জন চক্ষু রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।  এর আগে রোগ অনুযায়ী রোগীদের  রেজিষ্ট্রেশন করা হয়।

 

উল্লেখ্য, এ কর্মসূচি আওতায় এ পর্ষন্ত ৪টি চক্ষুক্যাম্প ও ১৩টি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত