খাগড়াছড়ির পানছড়ি উপজেলার জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে ২৬ তম দানোত্তম কঠিন চীবর দান শুক্রবার উদযাপিত হয়েছে।
জ্ঞানোদয় বৌদ্ধ বিহার প্রাঙ্গনে ধর্মালোচনা সভায় স্ব-ধর্ম দেশনা দেন নপানছড়ি উপজেলার লতিবান আদর্শ বৌদ্ধ বিহারে শ্রীমৎ নন্দপাল মহাস্থবির, স্বানন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুনন্দ থের, জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ইন্দ্রপাল স্থবির, শান্তি অরন্য কুটির থেকে আগত চন্দ্রন কীর্তি স্থবির, ঘিলাতুলি অরন্য কুটিরের অধ্যক্ষ অজিত র্কীতি স্থবির ও খাগড়াছড়ি হরিনাথ পাড়া আদর্শ বৌদ্ধ বিহার থেকে আদর্শ বৌদ্ধ বিহার থেকে আগত জ্ঞানজ্যোতি ভিক্ষু প্রমূখ।
লতিবান এলাকার সমাজ সেবক মুকুল চাকমা ও পানছড়ি উপজেলার ‘ইপসা’র ম্যানেজার বিলাস সৌরভ রড়ুয়ার সঞ্চালনায় বক্তব্যে রাখেন পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্ম চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, কঠিন চীবরদান উদযাপন কমিটির সভাপতি অবসর প্রাপ্ত শিক্ষক ফনিন্দ্র লাল চাকমা প্রমূখ। এর আগে বুদ্ধ মূর্তিদান, সংঘদান, অষ্টপরিস্কার দান, কল্পতরু দানসহ নানাবিধ সামগ্রী দান কার্য করা হয়।
স্ব-ধর্ম দেশনায় বৌদ্ধ ভিক্ষুরা পঞ্চশীল পালন পূর্বক সকল প্রাণীর প্রতি সদা সর্বদা মঙ্গল কামনা করার জন্য হিতোপোদেশ দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.