রাঙামাটিতে ব্লাষ্টের আইন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

Published: 21 Feb 2015   Saturday   

শনিবার দিন ব্যাপী রাঙামাটিতে আইন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

শহরের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট(ব্লাস্ট)রাঙামাটি ইউনিট কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস (সিএলএস) প্রকল্পের অধীনে  দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালায় ফ্যসিলিটেটর ছিলেন রাঙামাটি ইউনিট সমন্বয়কারী এডভোকেট জুয়েল দেওয়ান।  স্টাফ ল’ইয়ার এডভোকেট  মিলান চাকমা,মেডিয়েশন অফিসার রাঙাবী তংচংগ্যা। কর্মশালার সার্বিক দায়িত্ব এবং সঞ্চালক হিসেবে ছিলেন ব্লাস্টের এডভোকেসি অফিসার কনিম চাকমা।

 

অনুষ্ঠিত এ প্রশিক্ষন কর্মশালায় মূলত প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণের মাধ্যমে আইনী অধিকার প্রাপ্তির  চাহিদার বিষয়গুলো আলোকপাত করা হয়।  এছাড়া কর্মশালায় সেগুলো হল ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে গ্রাম আদালত ও সালিসি পরিষদের গঠন ও পরিচিতি, গ্রাম আদালতের প্রেক্ষাপট (বাধা ও চ্যালেঞ্জ) আইন সম্পর্কে ধারণা, স্থানীয় পর্যায়ে বিচার ব্যবস্থায় গ্রাম আদালতের ভূমিকা, বিচারযোগ্য মামলা এখতিয়ার, গ্রাম আদালতের ক্ষমতা,গ্রাম আদালত কর্তৃক সিদ্ধান্ত ও আপীল, জরিমানা আদায় ও মামলা হস্তান্তর, সালিসি বোর্ড/ মধ্যস্থতা সভার সংজ্ঞা, মধ্যস্থ্যতার সভার গঠন ও কার্যাবলী, ন্যায় বিচার প্রাপ্তি,আ্ইনের প্রতিকার প্রাপ্তিতে সালিসি বোর্ড/ মধ্যস্থতা সভার ভূমিকা বিষয়ক মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন এবং অংশগ্রহণার্থীদের গ্রুপ ওয়র্ক ভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত