ধর্মচক্র বৌদ্ধ বিহারের ২৩তম কঠিন চীবর দানোৎসব উদযাপিত

Published: 27 Oct 2017   Friday   

নানান ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার রাঙামাটি শহরের আসামবস্তিস্থ ধর্মচক্র বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে।

 

ধর্মচক্র বৌদ্ধ বিহারে মাঠে আয়োজিত ২৩তম কঠিন চীবর দানোৎসবে প্রধান ধর্মালোচনা সভায় সভাপতিত্ব করেন নানিয়ারচর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ পঞ দীপ মহাথের। ধর্মালোচক ছিলেন রাঙাপানি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সত্যনন্দ মহাস্থবিরসহ অন্যান্যরা।  অনুষ্ঠানে  বিভিন্ন স্থান থেকে শত শত নারী-পুরুষ পূর্ন্যাথী অংশ নেন। সকালে পঞ্চশীল, অষ্টশীল প্রার্থনা,বুদ্ধপূজা, অষ্টপরিস্কার দানসহ নানাবিধ দান কার্য সম্পন্ন হয়।

 

ধর্ম সভায় ধর্মালোচকরা বলেন, ভগবান গৌতম বুদ্ধের অহিংস বাণী সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে হিতোপদেশ দেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত