বুধবার কাপ্তাইয়ে চিৎমরম চাকুয়া পাড়া বৌদ্ধ বিহারের কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে।
বিহার প্রাঙ্গনে আয়োজিত ধর্মীয় সভায় প্রধান অতিথির ছিলেন পানছড়ি পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পঞঞাদী পা মহাথের। মহা সংঘ নায়ক রাজনিকায় মার্গ চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরোর সভাপতিত্বে ধর্মদেশক হিসাবে দেশনা প্রদান করেন কাপ্তাই ডলুছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত তিসসা্ মহাথের। এ ধর্মীয় সভায় উপজেলা সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরীসহ বিভিন্ন বিহারের অধ্যক্ষগণ এবং দায়ক দায়িকারা উপস্হিত ছিলেন।
ধর্ম সভায় আলোচকরা বলেন, ভগবান গৌতম বুদ্ধের অহিংস বাণী সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে পারলে সমাজ থেকে দু:খ, দূর্দশা,হানাহানি দূর হয়ে যাবে। কঠিন চীবর দান হলো একটি সর্বোচ্চ দানোৎসব, এই দানেতে নির্বাণ লাভে অধিক ফল দায়ক হয়।
হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.