গেল দু’দিন ধরে প্রবল বর্ষনের চেংগী নদীর পানি বিপদসীমার উপর প্রবাহিত হওয়ার কারণে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার নিম্নাঞ্চলের অনেক গ্রাম বন্যায় প্লাবিত হয়ে পড়েছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় গ্রামের লোকজন সহায়তায় ক্ষতিগ্রস্ত লোকজনদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নষ্ট হয়েছে ধান ক্ষেত, ভেসে গেছে পুকুরের মাছ।
পানছড়ি উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গেল দু’দিন ধরে প্রবল বর্ষনের চেংগী নদীর পানি বিপদসীমার উপর প্রবাহিত হওয়ার কারণে পানছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান কবির সাজুর বাড়ীঘরসহ পানছড়ি উপজেলার চেংগী ইউনিয়নের ১২টি, বড়কলক ধন্যে চন্দ্র পাড়ার ৮টি, পূজগাং চন্দ্র কার্বারী পাড়ার ৯টি পরিবার, পানছড়ি ইউনিয়নের তালুকদার পাড়া, কলেজ গেইট পাড়ার নিম্নাঞ্চলে অবস্থিত গ্রামগুলোর অনেক পরিবার প্লাবিহ হয়েছে।
কৃষক কিষ্ট ধন চাকমা বলেন জানান, নদীর পানি বেড়ে যাওয়ায় পানছড়ির মধুমঙ্গল পাড়ার বিলের অনেক ধান ক্ষেত নষ্ট হয়েছে। বিশেষ করে থোর বের হওয়া ধান ক্ষেতগুলোর ধান নষ্ট হয়েছে। ভেসে গেছে অনেক সবজি ও ধান ক্ষেত।
লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলন সাহা জানান, লোগাং এলাকার পুকুরের মাছ ভেসে গেছে।
পানছড়ি উপজেলার চেংগী ইউনিয়নের স্থানীয় ইউপি সদসা ভূলনা চাকমা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কালা চাঁদ চাকমা জানান,খবর শুনার সাথে সাথে আমরা বন্যায় প্লাবিত লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য স্থানীয় গ্রামবাসীদেরকে অনুরোধ করেছি এবং তারা ক্ষতিগ্রস্থ লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। বন্যায় প্লাবিত ঘরগুলো পরিদর্শন করে তালিকা করে উপজেলা প্রশাসনকে অবগত করেছি।
পানছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মিলন চাকমা ও কার্যসহকারী মাহবুবুল আলম জানান,পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে গভীর রাতে আমরা ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে পরিদর্শনে গিয়েছি। আমরা যাওয়ার আগে স্থানীয় চেয়ারম্যান কালা চাদ চাকমা স্থানীয় গ্রামবাসীদের নিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন।
পানছড়ি উপজেলা নির্বাহী কমৃকর্তা মোঃ আবুল হাশেম বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমি স্থানীয় ইউপি চেযারম্যানকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য এবং উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসের কমৃকর্তাদের সরেজমিনে পরিদর্শন করার জন্য অনুরোধ করেছি। তিনি আরো বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনকে প্রয়োজনীয় সহায়তা করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.