খাগড়াছড়িতে ইসকনের উদ্যোগে গোর্বধন পূজা অনুষ্ঠিত

Published: 21 Oct 2017   Saturday   

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলা শ্রীশ্রী গোর্বধন পূজা বা অন্নকূট মহোৎসব উপলক্ষে খাগড়াছড়িতে দিনব্যাপি নানা ধর্মীয় কর্মসূচি পালিত হয়েছে।

 

আর্ন্তজাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)-এর সহযোগিতায় জেলাশহরে শ্রী শ্রী রাধা বঙ্কুবিহারী মন্দিরে শুক্রবার  বিশ্বশান্তি কল্পে অগ্নিহোত্র যজ্ঞ ও তুলসী আরতি গৌরারতি ও নৃসিংহ স্তবের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।

 

দিনব্যাপি গোর্বধন পূজা বা অন্নকূট মহোৎসবে ধর্মপ্রাণ হাজারো নারী-পুরুষ অংশ নেন।

 

পরে ভক্তদের উদ্দ্যেশে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য দামবন্ধন লীলা উপলক্ষে মহাজনীয় ভজন মহা হরিনামর্কীতন ও সহস্র ঘৃত প্রদীপ প্রজ্জলন করা হয় ।

 

অনুষ্ঠানে ভাগবত আলোচনা করেন খাগড়াছড়ি  ইসকন এর খাগড়াছড়ি রাধা বঙ্কুবিহারী মন্দিরের সাধারণ সম্পাদক  নরহরি দাস ব্রক্ষচারী । এরপর সন্ধ্যা ৭টা দিকে দামোদর ঘৃতপ্রদীপ প্রজ্জ্বলন করা এবং সাপ্তহিক নামহট্ট অনুষ্ঠানের মধ্যেদিয়ে সমাপ্তি  হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত