পানছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান অনুষ্ঠিত

Published: 17 Oct 2017   Tuesday   

জগতের সকল প্রাণীর হিতসূখ মঙ্গল কামনা করে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার জনকল্যাণ বৌদ্ধ বিহারে মঙ্গলবার দানোত্তম কঠিন চীবর দান শেষ হয়েছে।


বিহার মাঠে অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় পানছড়ির মুনিপুর বনবিহারের অধ্যক্ষ বৈশিষ্ট মহাস্থবিরের সভাপতিত্বে গৌতম বুদ্ধের স্ব-ধর্ম দেশনা দেন রাঙামাটি-রাঙ্গাপানি থেকে আগত জ্ঞানানন্দ মহাস্থবির, পানছড়ির মুনিপুর বনবিহারের অধ্যক্ষ বৈশিষ্ট মহাস্থবির, পানছড়ি প্রজ্ঞা সাধনা বনবিহারের অধ্যক্ষ অগ্রজ্যোতি মহাস্থবির, পানছড়ি তারাবন অরন্য কুঠিরের অধ্যক্ষ আদি কল্যাণ স্থবির, পূজগাং অরন্য কুঠিরের অধ্যক্ষ অনুমদর্শী স্থবির, দেবগিরি বনবিহারের অধ্যক্ষ শ্রীমৎ মঙ্গলদ্বীব ভিক্ষু, রাঙামাটি বাগাইছড়ি অজল চুগ বনবিহারের অধ্যক্ষ শ্রীমৎ সত্যনন্দ ভিক্ষু প্রমূখ।

 

 

শিক্ষক ইন্দ্র লাল চাকমার সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনা করেন সমাজ সেবক শ্যামল চাকমা ও শান্তি রাম চাকমা। চীবর দান উদযাপন কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন শিক্ষক উদ্দীপন চাকমা ও স্থানীয় জনপ্রতিনিধি লোগাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্ত্র চাকমা প্রমূখ।


এর আগে চীবর দান, বুদ্ধ মূর্তিদান, সংঘদান, অষ্টপরিস্কার দান, কুটির দান, জমি দানসহ নানাবিধ সামগ্রী দান কাজ সম্পাদন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত