খাগড়াছড়ির পানছড়ি উপজেলার নবীন চন্দ্র কার্বারী পাড়ার জনসংঘ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব সোমবার অনুষ্ঠিত হয়েছে।
নবীন চন্দ্র কার্বারী পাড়ার জনসংঘ বৌদ্ধ বিহার প্রাঙ্গনে আয়োজিত ধর্ম সভায় স্ব-ধর্ম দেশনা দেন লতিবান আদর্শ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ নন্দ পাল মহাস্থবির, জিনানন্দ স্থবির, বোধিছড়ি ভিক্ষু, আজ্ঞা ধার্মা ভিক্ষু প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার ব্যাক্তিগত সহকারী খগেন ত্রিপুরা, পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুব্রত চাকমা, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি নূতন ধন চাকমা, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বিজয় কুমারা দেব, সমাজ সেবক মিলন সাহা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজ সেবক মুকুল চাকমা।
এর আগে চীবর দান, বুদ্ধ মূর্তিদান, সংঘদান, অষ্টপরিস্কার দানসহ নানাবিধ সামগ্রী দান উৎস্বর্গ করা হয়। অনুষ্ঠানে শত শত বৌদ্ধ পূর্নাথী অংশ গ্রহন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.