লোগাং বনবিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

Published: 07 Oct 2017   Saturday   

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং বনবিহারে ১৯ তম দানোত্তম কঠিন চীবর দান শনিবার অনুষ্ঠিত হয়েছে।

 

লোগাং বনবিহার মাঠে আয়োজিত ১৯ তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানে ধর্মীয় সভায় বুদ্ধের স্বধর্ম দেশনা দেন রাঙামাটি রাজ বন বিহারেরর অাবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির। লোগাং বনবিহারে অধ্যক্ষ ধর্মোত্তর স্থবিরের সভাপতিত্বে আরো ধর্ম দেশনা দেন খাগড়াছড়ির গামাঢ়ী ঢালা বনবিহারের অধ্যক্ষ বোধিপাল মহাস্থবির, পানছড়ি মুনিপুর বনবিহারের অধ্যক্ষ বৈশিষ্ট মহাস্থবির, রাঙামাটি বনবিহারের সত্য জগৎ স্থবির ও সুধর্মা স্থবির,লোগাং বনবিহারের অধ্যক্ষ ধর্মোত্তর স্থবির প্রমূখ।

 

এর আগে বুদ্ধ পূজা, পঞ্চশীল প্রার্থনা,বুদ্ধমূর্তি দান,সংঘদান,অষ্টপরিস্কার দানসহ নানাবিধ সামগ্রী দান কার্য সম্পাদন করা হয়। অনুষ্ঠানে শত শত বৌদ্ধ নর-নারী অঙশ গ্রহন করেন।  
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত