খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মুনিপুর বন বিহারে শুক্রবার দানোত্তম কঠিন চীবর দানোৎস উদযাপিত হয়েছে।
মুনিপুর বন বিহার প্রাঙ্গনে আয়োজিত ধর্মালোচনা সভায় স্ব-ধর্ম দেশনা দেন বৈশিষ্ট মহাস্থবির, লোগাং বন বিহারের অধ্যক্ষ ধর্মোত্তর স্থবির, শান্তিপুর অরন্য কুটিরের ভিক্ষু চন্দন কীর্তি স্থবির প্রমূখ।
এর আগে বুদ্ধ মূর্তি দান, পঞ্চশীল প্রাথৃনা, কঠিন চীবর দান, সংঘদান, অষ্টপরিস্কার দানসহ নানাবিধ সামগ্রী দান করা হয়। অনুষ্ঠানে শত শত শত বৌদ্ধ নারী-পুরুষ অংশ নেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.