কাপ্তাইয়ের কর্ণফুলি নদীতে প্রতিমা বিসর্জন

Published: 30 Sep 2017   Saturday   

শনিবার বিজয়া দশমী দিনে কাপ্তাইয়ের কর্ণফুলি নদীতে প্রতিমা বিসর্জন করা হয়েছে।

 

কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটির আয়োজনে কর্ণফুলি নদীতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও আ`লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য দীপংকর তালুকদার।

 

কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার ভট্রাচার্য্যের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মার্মা,সদস্য ত্রিদিব কান্তি দাশ, সদস্য সান্তনা চাকমা,সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, জেলা আ`লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, কাপ্তাই উপজেলা আ`লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইচাইন চৌধুরী,রাংগামাটি জেলা পুজা উদযাপন কমিটির আহবায়ক বাদল কান্তি দে,কেপিএম লিমিটেডের জিএম(প্রশাসন) জাহাঙীর হোসেন খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পূজা উদযাপন কমিটির সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক ঝুলন দত্ত। অনুষ্ঠানে কাপ্তাই এর বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান,কাপ্তাই ও চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,উপজেলা বিভিন্ন মন্দিরের পরিচালনা কমিটির সদস্যরা উপস্হিত ছিলেন।

 

এর আগে স্হানীয় এবং চট্রগ্রাম থেকে আগত শিল্পিরা নৃত্য এবং গান পরিবেশন করেন। প্রতিমা বির্সজন উপলক্ষে কাপ্তাই এর রাইখালী ফেরিঘাট হতে কর্ণফুলি নদীতে প্রতিমাবাহী শত শত বোট উপজেলা সদর প্রদক্ষিন করে চন্দ্রঘোনা মিশন ঘাটে এসে প্রতিমা বির্সজন দেয়া হয়। নদীর দু`পারে হাজারোও দর্শক এই বির্সজন অনুষ্ঠান উপভোগ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন,শারদীয়া দুর্গোৎসব এখন বাঙ্গালীর সার্বজনীন উৎসব,এখন এই উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অংশ নিয়ে প্রমানিত করে, এই দেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্ব দরবারে মাঁথা উঁচু করে দাঁড়িয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত