বাঘাইছড়িতে তিলোকানন্দ মহাথেরোর ৮০ তম জন্ম জয়ন্তী পালন

Published: 29 Sep 2017   Friday   

সাদা মনের মানুষ খ্যাত ভদন্ত তিলোকানন্দ মহাথেরোর শুক্রবার ৮০তম জন্ম জয়ন্তী পালন করেছেন বাঘাইছড়ি উপজেলার সর্বস্তরের জনগন।


বাঘাইছড়ি মগবান শাক্যমনি বৌদ্ধ বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত ধর্মীয় সভায় প্রধান ধর্মীয় আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান ভদন্ত ড. জিনবোধি মহাথেরো।


প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাঘাইছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান সুদর্শণ চাকমা, আয়োজক কমিটির আহবায়ক বিশ্বজিৎ চাকমা। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মোহাম্মদ কামাল উদ্দিন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনোয়ারা আকতার জাহান, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জ্যার্তিময় চাকমা কেরল, জেলা আওয়ামীলীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক অভয় প্রকাশ চাকমা, বাঘাইছড়ি উপজেলা পৌরসভার মেয়র মোঃ জাফর আলীসহ বাঘাইছড়ি উপজেলা স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

ধর্মীয় সভায় সংঘদান, অষ্টপরিস্কার দান, বুদ্ধমুর্তি দানসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া ভদন্ত তিলোকানন্দ মহাথেরোর জীবন নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

 

পরে মগবান শাক্যমনি বৌদ্ধ বিহারের রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে নির্মিত ছাত্রাবাসের উদ্বোধন করেন অতিথিরা।


প্রধান অতিথির বক্তব্যে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার পার্বত্য অঞ্চলে সরকারের প্রতিটি উন্নয়ন কর্মকান্ডে একটি মহল বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন।


তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলের মানুষের জন্য শেখ হাসিনার সরকার খুবই আন্তরিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে এই অঞ্চলের উন্নয়ন করতে চাইলে আঞ্চলিক রাজনৈতিক একটি দল বাধা সৃষ্টি করছে। যে কোন উন্নয়ন কর্মকান্ডে আমরা হাত দিতে চাইলে তাতে তারা বাধা প্রদান করে। কারণ তারা জনগনের কাছে দায়বদ্ধ নয়। বাধা প্রদান করে তারা এলাকার উন্নয়নের পাশাপাশি নিজের ক্ষতি নিজেই করছে বলে তিনি মন্তব্য করেন।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ার‌্যান বলেন, কাচালং শিশু সদনের ভিক্ষু সাদা মনের মানুষ খ্যাত ভদন্ত তিলোকানন্দ মহাথেরো পুরো জীবনটাই অসহায় মানুষদের পাশে থেকে নিজের জীবনের ৮০টি বছর পার করেছেন। তার কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষনীয় বিষয় রয়েছে। তিনি অসহায় শিশুদের জন্য যা কিছু করে গেছেন তা এ জেলাবাসী সারাজীবন মনে রাখবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত