কাঁসর ঘন্টা,ঢাক ঢোলের অাওয়াজ, মাতৃবন্দনা,পুজা অর্চনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কাপ্তাইয়ে সাতটি মন্দিরে বুধবার অনুষ্ঠিত হলো মহাসপ্তমী। ভক্তদের পদচারণায় মুখরিত ছিল কাপ্তাইয়ের সাতটি পুজা মন্ডপ।
এদিকে মহাসপ্তমী উপলক্ষে কাপ্তাই ত্রিপুরা সুন্দরী কালি বাড়িতে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।চট্টগ্রামের নন্দিত কন্ঠশিল্পী সুজন ঘোষের গানে বিমুগ্ধ ছিল মন্দিরে অাগত শত শত পুজারী। শরৎকালের এই দুর্গাউৎসবকে সম্পাদন করার লক্ষে উপজেলা প্রতিটি মন্দিরে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা।
প্রতিটি মন্দিরে পুলিশ,অানসার সদস্যরা সার্বক্ষণিক পাহারায় ছিল।এছাড়া বিজিবির টহল দল সার্বক্ষণিক নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত ছিলেন।
কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা তারিকুল অালম বিভিন্ন দুর্গা মন্ডপ পরিদর্শন করেন।পরিদর্শন কালে তিনি সাংবাদিকদের জানান পুজায় কেউ বিশৃংখলা করতে চাইলে তাকে আইনের অাওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.