বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সোমবার রাঙামাটি জেলা সদরসহ দশ উপজেলায় একযোগে দুই লক্ষ তাল বীজ রোপণ করা হয়েছে।
শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় ও রাঙামাটি সরকারী কলেজ অঙিনায় তাল বীজ রোপনের কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ মানজারুল মান্নান। এসময় পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক)সার্বিক) আবু শাহেদ চৌধুরী, রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ জাফর আহমেদ, রাঙামাটি সম্প্রসারণ অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক কৃঞ্চ প্রসাদ মল্লিকসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, রাঙামাটি জেলা আদালত ভবন প্রাঙ্গনে তালবীজ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা ও জজ মোঃ কায়সার। এসময় জেলা ও দায়রা জজ আদালতের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানিয়েছে, গতকাল সকাল ১০ টা থেকে ১১টার মধ্যে রাঙামাটি সদর, কাপ্তাই,বিলাইছড়ি,বাঘাইছড়িসহ ১০ উপজেলায় একযোগে রাস্তার দু ধারে এবং বিভিন্ন সরকারী-বেসরকারী কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অঙিনার খালি জায়গায় ২ লাখ তাল বীজ রোপণ করা হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ, পৌরসভা এবং বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তর এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী ও সমাজের সর্ব স্তরের লোকজনের অংশ গ্রহনে এই তাল বীজ রোপন কর্মসূচী সম্পন্ন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.