খাগড়াছড়িতে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে শনিবার দরিদ্র শিশু ও নারীদের মাঝে বস্ত্র বিতরণ করেছে রামকৃষ্ণ মিশন।
জেলা সদরের প্রতাপ কার্বারী পাড়াস্থ ‘খাগড়াছড়ি রামকৃষ্ণ সেবাশ্রম’ অঙ্গনে আনুষ্ঠানিকভাবে শতাধিক শিশু ও নারীর হাতে বস্ত্র তুলে দেন, রামকৃষ্ণ মিশন-চট্টগ্রামের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শাক্তিনাথ নন্দজী মহারাজ।
সংগঠনের খাগড়াছড়ি শাখার সভাপতি ভুবন মোহন ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের সহ-সম্পাদক তাপস হোড়, চট্টগ্রামের কানুনগো ওয়াচ’র মালিক অজয় কানুনগোসহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শ্রীমৎ শক্তিনাথানন্দজী বলেন, স্বামী বিবেকানন্দ’র আদর্শ অনুসরণ করে পরিচালিত প্রতিটি সেবাশ্রমে একটি বিদ্যালয় এবং একটি ছাত্রাবাস পরিচালনা করা হয়। এর মাধ্যমে নতুন প্রজন্মকে উন্নত মূল্যবোধ ও নৈতিক শিক্ষার পাঠ দান করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.