সাজেক রক্ষায় গণপ্রতিরোধের পঞ্চম বার্ষিকীতে গণজমায়েত

Published: 19 Feb 2015   Thursday   

সাজেক রক্ষার লক্ষ্যে গণপ্রতিরোধের পঞ্চম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বাঘাইছড়ি উপজেলার সাজেকে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।

 

উজো বাজার রক্ষা কমিটি সাজেক রাঙামাটি সম্পাদক বিনয় কান্তি চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, উজো বাজার রক্ষা কমিটির ব্যানারে আয়োজিত গঙ্গারাম দোর প্রাথমিকক বিদ্যালয় প্রাঙ্গনে গণজমায়েত অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। উজো বাজার রক্ষা কমিটির সভাপতি জ্ঞানেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাজেক ভূমি রক্ষা কমিটির সহ-সভাপতি বিমল কান্তি চাকমা, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি কাজলী ত্রিপুরা, সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক অংকন চাকমা। এছাড়া সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ইউপিডিএফের অন্যতম সংগঠক দেবদন্ত ত্রিপুরা, বান্দরবান প্রতিনিধি ছোটন কান্তি তংচংগ্যা, গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকো ত্রিপুরা, সাজেক নারী সমাজের সভাপতি নিরূপা চাকমা। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সাজেক ভূমি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক বিনয় কান্তি চাকমা ও পরিচালনা করেন রিপন চাকমা ও কিশোর চাকমা।

 

এর আগে সহিংস হামলায় শহীদ লক্ষ্মী বিজয় ও বুদ্ধপুদি চাকমার স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধে শহীদ পরিবারবর্গ, সাজেক এলাকাবাসী, সাজেক নারী সমাজ, সাজেক ভূমি রক্ষা কমিটি, গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদ পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর শহীদদের সম্মানে স্মৃতি সৌধের পাশে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

সমাবেশ স্থলের পাশে  সহিংস হামলার বিভিন্ন স্থির চিত্র প্রদর্শন করা হয়। এছাড়া সন্ধ্যায় উজো বাজার, মাচলং ও লাদুমনি বাজারে সাজেক হামলার উপর নির্মিত ‘পাহাড়ে আগুন জ্বলে’ ডুকুমেন্টারি ফিল্মটি প্রদর্শন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত