মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর দাবীতে বৃহস্পতিবার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে সন্তু লারমা সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি) সমাবেশ করেছে।
কাউখালীর ঘাগড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পিসিপির কাউখালী উপজেলা শাখার সভাপতি কাজল চাকমার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জনসংহতি সমিতি কাউখালী উপজেলার শাখার সাধারণ সম্পাদক অনীক চাকমা। বক্তব্য রাখেন, পিসিপি রাঙামাটি জেলার শাখার সাধারণ সম্পাদক সুরেশ চাকমা, উপজেলা আওয়ামীলীগের দুই নম্বর যুগ্ন সম্পাদক ও ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুর্শে মারমা, ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিধু ভূষণ চাকমা, পিসিপি উপজেলা শাখার সহসভাপতি অসীম চাকমা ও সাধারণ সম্পাদক চাইহলাপ্রু মারমা।
সভায় বায়ান্নের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এতে ঘাগড়া উচ্চ বিদ্যালয় ও ঘাগড়া বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থি ও শিক্ষকরা অংশ নেন।
বক্তারা বক্তারা পার্বত্য চুক্তি দ্রুত বাস্তবায়ন ও আদিবাসীদের স্ব-স্ব ভাষায় প্রাথমিক শিক্ষা চালুসহ সকল শিক্ষাস্তরে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সুনিশ্চিত করার দাবী জানান। পাশাপাশি নেতৃবৃন্দ পার্বত্য অঞ্চলসহ দেশের আদিবাসি জাতিগোষ্ঠির মাতৃভাষার স্বীকৃতি নিশ্চিত করতে সরকারকে দ্রুত উদ্যোগ নেয়ার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.