খাগড়াছড়িতে অবরোধে পিকেটারদের হামলায় আওয়ামীলীগের ২কর্মী আহত

Published: 19 Sep 2017   Tuesday   

পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে তিন দিনের টানা অবরোধ চলাকালে প্রথম দিন মঙ্গলবার অবরোধ চলাকালে পিকেটারদের হামলায়  আওয়ামীলীগের ২ কর্মী আহত হয়েছে।

 

খাগড়াছড়ি সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির ডাকে তিন দিনের টানা অবরোধ চলাকালে প্রথম দিন মঙ্গলবার অবরোধে শহরে ব্যাটারী চালিত টমটম চলাচল করলেও অবরোধরে কারনে দুর পাল্লার কোন যানবাহন চলাচল করেনি। এছাড়া জেলার অন্যান্য উপজেলাগুলোতে শান্তিপুর্নভাবে অবরোধ পালিত পালনের খবর পাওয়া গেছে।

 

 

এদিকে অবরোধের কর্মসূচির অংশ হিসেবে অবরোধ চলাকালে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে  পানছড়ি উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মী চারটি জীপ গাড়ি ও কিছু মোটরসাইকেল যোগে জেলা সদরে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার সাথে দেখা করতে যান। এসময় গাড়ি বহরটি খাগড়াছড়ি সদরের চেঙ্গী স্কোয়ার এলাকায় পৌঁছলে অবরোধকারীরা তাদের বাধা দেয়। এক পর্যায়ে অবরোধকারীরা লোহার রড, দেশীয় অস্ত্র ও লাঠিশোঠা নিয়ে আওয়ামীলীগ কর্মীদের ধাওয়া করে। এসময় অবরোধকারীদের লোহার রডের আঘাতে আমজাত হোসেন নামে এক যুবলীগ নেতা গুরুতর আহত হয়। অপর ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 

জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা জানান, পানছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কিছু কর্মী সাংগঠনিক কাজে জেলা সদরে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার সাথে সাক্ষাতের কর্মসূচি ছিল। তাঁরা আসার পথে হামলার শিকার হয়।

 

উল্লেখ্য, পার্বত্য জেলা পরিষদের অধীনে চলমান প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে খাগড়াছড়ি সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির মঙ্গলবার থেকে তিন দিনের জেলায় অবরোধের ডাক দেয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত