লংগদু জোন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিনামূল্যে ওষুধ চিকিৎসা সহায়তা প্রদান

Published: 18 Sep 2017   Monday   

সোমবার সেনাবাহিনী ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে রাঙামাটির লংগদু উপজেলা দুর্গম  ইয়ারংছড়ি এলাকার মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

 

খাগড়াছড়ি রিজিয়ন অধীনেস্থ লংগদু সেনা জোন ও লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে ইয়ারংছড়ি এলাকায় বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সহায়তা প্রদান ক্যাম্পের উদ্ধোধন করেন লংগদু জোন অধিনায়ক লেঃ কর্ণেল আবদুল আলীম চৌধুরী পিএসসি।

 

বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন লংগদু জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো.রুবেল আজাদ,লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার বিশ্বজিৎ মহাজন,মেডিকেল অফিসার ডাক্তার মো. ইুরুল হুদা ও উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মীর আহম্মেদ।

 

লংগদু উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানান, ইয়ারংছড়ি এলাকায় পানি বন্দি ৭শ’ পাহাড়ি-বাঙালির নারী পুরুষ ও শিশুকে বিনামূল্যে ওষুধ এবং ফ্রি চিকিৎসা প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লংগদু জোন অধিনায়ক লেঃকর্ণেল আবদুল আলীম চৌধুরী বলেন,ভবিষ্যতেও লংগদু সেনা জোন হতে এ ধরনের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও তাৎক্ষণিক কোন রোগের প্রাদুর্ভাব দেখা দিলে জোনের পক্ষ থেকে জরুরী চিকিৎসা সহায়তা দেওয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত