বান্দরবান জেলা পরিষদের হস্তান্তরিত সমাজ সেবা বিভাগের বিভিন্ন পদে নিয়োগপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর

Published: 17 Feb 2015   Tuesday   

বান্দরবান পাবর্ত্য  জেলা সমাজ সেবা অফিসের বিভিন্ন পদে নিয়োগ প্রাপ্তদের হাতে নিয়োগপত্র  আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বিভিন্ন শূন্য পদে মোট ৩১ জনকে নিয়োগ দেওয়া হয়।

 

অতি সম্প্রতি  জেলা পরিষদের অফিস প্রঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ নিয়োগ পত্র বিতরণ করা হয়। বান্দরবান পার্বত্য জেলা পরিষদরে চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেনজেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশিদ আমিন,নির্বাহী কর্মকর্তা নুরুল আবছার, ,জেলা সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক মোঃ মতিউর রহমান, পার্বত্য জেলা পরিষদের সদস্য কাজী মুজিবর রহমান ,সদস্য কাঞ্চনজয় তংচঙ্গ্যা,  সদস্য ক্যা সা প্রু মারমা,জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোহন চাকমা।এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,জেলা সমাজ সেবা অফিসের সিনিয়র শিক্ষক সত্যজিৎ মজুমদার,জেলা পরিষদের অফিসার উ সাজায়, জুড়ি মং,মোঃ মোতালেব সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ  এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন,বর্তমান সরকার বেকারদের নতুন নতুন কর্মসংস্থানের পদ সৃষ্টি করছে। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। দেশের শিক্ষা,চিকিৎসা,বেকারত্ব দুরিকরণসহ অনেক ক্ষেত্রে সাফল্য অর্জন করতে সক্ষম হেেয়ছে। দেশ এখন সামনের দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু কিছু অসৎ লোক দেশে জ্বালাও-পোড়াও করে দেশকে পিছনের দিকে টেনে নিতে উঠেপড়ে লেগেছে। তাই সকলে মিলে সন্ত্রাসের বিরুদ্ধে মোকাবেলা করে তাদের অসৎ উদ্দ্যেশ্যেকে রুখে দিতে হবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত