উত্তরবঙ্গে বন্যা কবলিত মানুষদের সহযোগিতার জন্য রোববার রাঙামাটিতে বাসদ (মার্কসবাদী)-র পক্ষ থেকে ত্রান সংগ্রহ করা হয়েছে।
বাসদ (মার্কসবাদী)রাঙামাটির শাখার উদ্যোগে বনরুপা এলাকায় উত্তরবঙ্গে বন্যায় আক্রান্ত মানুষদের জন্য ত্রান সংগ্রহ করা হয়।
ত্রান সংগ্রহকালীন সময়ে নেতৃবৃন্দ বলেন, এই ভয়াবহ বন্যার জন্য দায়ী হচ্ছে রাষ্ট্র। কারণ প্রতি বছর বর্ষার সময় ভারত তাঁদের বিভিন্ন নদীর উপর নির্মিত বাঁধ খুলে দেওয়ার ফলে এই বন্যা সৃষ্টি হয়। অপরদিকে শুষ্ক মৌসুমে খরা দেখা দেয় এবং নদীগুলো শুকিয়ে যায়। অথচ আমরা জানি আন্তর্জাতিক যেকোনো নদীর ওপর কোন দেশ বাঁধ দিতে পারে না। এক্ষেত্রে রাষ্টের পক্ষ থেকে কোন ধরণের পদক্ষেপ না নেওয়ার ফলে আজ এ ভয়াবহ বন্যার শিকার হচ্ছে লক্ষ লক্ষ মানুষ।
নেতৃবৃন্দ এই ভয়াবহ বন্যার পরিস্থিতি মোকাবেলা করার জন্য পর্যাপ্ত ত্রান সহযোগিতার পাশাপাশি ভারত কর্তৃক আন্তঃনদীর উপর নির্মিত বাঁধের বিষয়ে সরকারের পক্ষ থেকে যথাযত পদক্ষেপ নেওয়ার দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.