পার্বত্য বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের বিধি-নিষেধ আরোপের প্রতিবাদে ঢাকায় পিসিপির বিক্ষোভ-সমাবেশ

Published: 16 Feb 2015   Monday   

পার্বত্য চট্টগ্রাম বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের পার্বত্য চট্টগ্রাম চুক্তি পরিপন্থী সাম্প্রতিক সিদ্ধান্ত, বিধি-নিষেধ আরোপ ও প্রজ্ঞাপন জারীর প্রতিবাদে সোমবার ঢাকায় পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ঢাকা মহানগর শাখার তথ্য, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শুভকর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, অপরাজেয় বাংলা পাদদেশ পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপির ঢাকা মহনগর শাখার সভাপতি জেমশন আমলাই বম। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন পাহাড়ী ছাত্র পরিষদ ঢাকা মহানগর শাখার দপ্তর বিষয়ক সম্পাদক সুমন মারমা। এছাড়াও বক্তব্য রাখেন পাহাড়ী ছাত্র পরিষদ, ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুলভ চাকমা ঢেঙা, সাধারন ছাত্রদের পক্ষ থেকে রিবেং দেওয়ান, হিল উইমেন্স ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সভানেত্রী চঞ্চনা চাকমা, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অনন্ত বিকাশ ধামাই, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান তারেক এবং জনউদ্যোগ এর পক্ষ হতে তারেক হোসেন মিদুল প্রমূখ নেতৃবৃন্দ। সমাবেশ সঞ্চালনা করেন পিসিপির ঢাকা মহানগর শাখার সাধারন সম্পাদক ক্যারিংটন চাকমা।

 


এর আগে একটি বিক্ষোভ মিছিল অপরাজেয় বাংলা পাদদেশ থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার অপরাজেয় বাংলায় গিয়ে সমাবেশ করা হয়। সমাবেশ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক অগণতান্ত্রিক সিদ্ধান্তবলী অনতিবিলম্বে প্রত্যাহার, পার্বত্য চট্টগ্রাম থেকে সকল অস্থায়ী সেনাক্যাম্প ও অপারেশন উত্তরণ প্রত্যাহার এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, গত ৭ই জানুয়ারী স্বরাষ্ট্র মন্ত্রনালয় কর্তৃক পার্বত্য চট্টগ্রাম বিষয়ে যে সকল প্রজ্ঞাপন জারি করা হয়েছে তা পার্বত্য চট্টগ্রাম চুক্তি পরিপন্থী, জুম্ম স্বার্থ বিরোধী, অগণতান্ত্রিক ও স্বৈরাচারী। বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে যে অলিখিত সামরিক শাসন বিরাজমান তার বিরুদ্ধে প্রগতিশীল সকল ছাত্র সংগঠনকে এগিয়ে আসতে হবে।

 

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান তারেক বলেন, বাংলাদেকে বর্ণবৈষম্যহীন, অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। তা না হলে মুক্তিযুদ্ধের চেতনা ও লক্ষ্য ভুলন্থিত হবে। তিনি পার্বত্য চট্টগ্রামের অস্থায়ী সেনাক্যাম্পগুলোর প্রত্যাহার এবং আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

 

জনউদ্যোগ এর প্রতিনিধি তারেক হাসান মিদুল বলেন, জিয়া এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে যে আন্দোলন সে আন্দেলনে বাঙালীদের সাথে পাহাড়ের বন্ধুরা ও ছিল।

 

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক সুলভ চাকমা ঢেঙা বলেন, পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হলে যুদ্ধ অনিবার্য এবং এতে পার্বত্য বাসী পূর্ণ প্রস্তুত রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত