পাহাড় ধসের ঘটনা এতিম দুই শিশুর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

Published: 17 Aug 2017   Thursday   

রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় বেঁচে যাওয়া মীম ও সুমাইয়ার দায়িত্ব নিলেন রায়ামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসন কার্যালয়ে তিনি মীম ও সুমাইয়ার দায়িত্ব নেয়ার কথা জানান।

 

গেল ১৩ জুন ভারী বর্ষনে পাহাড় ধসে রাঙামাটি শহরের রুপনগর এলাকার মীম ও সুমাইয়াকে তাদের চাচার বাসা রেখে তাদের মা সালাহউদ্দিন ও তার স্ত্রী রাহিমা আক্তার মালামাল আনতে বাসায় যায় আর তখনই মাটি চাপা পড়ে তারা মারা যান। ওই সময় সেখানে আরো ৫জন মাটি চাপা পড়ে মারা যান। বর্তমানে এতিম মীম ও সুমাইয়াকে চাচা কাউসার দেখাশুনা করছেন।

 

জেলা প্রশাসক মানজারুল মান্নান জানান, যতদিন তারা বড় না হবে অন্তত ১৮ বছর পুর্ন না হবে ততদিন জেলা প্রশাসন তাদের দায়-দায়িত্ব বহন করবে।

 

উল্লেখ্য, গেল ১৩ জুন রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় ৫ সেনা সদস্যসহ ১২০ জনের মৃত্যু হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত