রাঙামাটির লংগদুর রাবেতা মডেল কলেজের এইচএসসি`র দ্বিতীয় বর্ষের ছাত্র রেকশন চাকমা(১৮) ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সম্প্রতি লংগদু সাম্প্রদায়িক ঘটনায় তার বাড়ীও পুড়ে গিয়ে সম্পুর্ণ নিঃস্ব হয়ে পড়েছে তার পরিবার। তাই এই গরীব ও অসহায় পিতা পদলা চাকমার পক্ষে তার ছেলের যাবতীয় চিকিৎসার ব্যয়ভার মেটানো সম্ভব হচ্ছে না।
লংগদু উপজেলা সদরের বাত্যাপাড়া এলাকার বাসিন্দা রেকশন চাকমা দীর্ঘ দিন ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লেখা পড়া বন্ধ হয়ে গেছে। সে চট্টগ্রাম ঢাকাসহ বিভিন্ন স্থানে চিকিৎসা করালেও তার রোগ ভাল হয়নি। চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এজন্য তার চিকিৎসার খরচ ৬ থেকে ৭ লাখ টাকার প্রয়োজন। কিন্তু গরীব ও অসহায় কৃষক পিতা পদলা চাকমা ও মাতা ছায়ারাণী চাকমার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়।
এছাড়া গত ২ জুন লংগদু উপজেলায় সাম্প্রদায়িক ঘটনায় তাদের ঘরবাড়ি পুড়ে গিয়ে এখন নিঃস্ব। বর্তমানে তারা বাত্যা পাড়া ভিটেমাটিতে ফিরতে না পেরে নিরাপদ স্থানে আশ্রয়ে দিনযাপন করছেন। তাই কোন সুহৃদয়বান ব্যক্তি তার চিকিৎসার জন্য মানবিক সহায়তা পেলে গরীব ও অসহায় ছাত্র রেকশন চাকমা নতুন জীবন ফিরে পেতে পারে,বাচঁতে পারে একটি তরতাজা প্রাণ।
তাকে সাহায্য পাঠাবার ঠিকানা সঞ্চয়ী হিসাব নং ১০০৭৩, কৃষি ব্যাংক, লংগদু শাখা,রাঙামাটি পার্বত্য জেলা অথবা ডাচ বাংলা একাউন্ট নং ০১৫৫১০৪৬৫২৬৯।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.