ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাঙামাটিতে শোভা যাত্রা ও আলোচনা সভা

Published: 14 Aug 2017   Monday   

ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সোমবার রাঙামাটিতে বর্ণাঢ্য মঙ্গল শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির উদ্যোগে শাহবহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে অয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের সাংসদ ঊষাতন তালুকদার। বক্তব্যে দেন  অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল্লাহ, পূজা উদযাপন কমিটি জেলা শাখার সভাপতি অমর কুমার দে ও রাঙামাটি পুরোহিত কর‌্যাণ সমিতির সভাপতি নির্মল চক্রবর্তী প্রমুখ। 

 

আলোচনা সভা শেষে একটি মঙ্গল শোভাযাত্রা রাঙামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সনাতন সম্প্রদায়ের নারী-পুরুষরা বিভিন্ন ব্যানার ফেষ্টুন নিয়ে মঙ্গল শোভা যাত্রায় অংশগ্রহন করেন।

 

এদিকে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে শুভেচ্ছা জানিয়েছেন সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ। এসময় পৌর এলাকার মঠ মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত