খাগড়াছড়ির পানছড়ি বাজারের দেবালয় মন্দির ও পানছড়ি বাজার জামে মসজিদের প্রধান সড়কের বেহাল দশায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতে পানি আর কাঁদায় একাকার হয়ে যায় এই সড়কটি। ফলে জনদুর্ভোগ চরমে উঠেছে।
জানা যায়, পানছড়ি বাজারের দেবালয় মন্দির ও পানছড়ি বাজার জামে মসজিদের প্রধান সড়ক। একট বৃষ্টিতে কাদাঁয় পরিণত হয়। প্রতিদিন শত শত লোক কাাঁদা সড়ক দিয়ে চলাচল করতে হয়। সড়কের দু’পাশে বসে উৎপাদিত পণ্য দ্রব্যাদি কষ্ট করে বেচাকেনা করতে হচ্ছে ক্রেতা-বিক্রেতারা।
পানছড়ি বাজারের জনপ্রিয় হোটেলের স্বত্বাধিকারী জয় প্রসাদ দেব জানান, বাজার উন্নয়নের নামে সরকারী টোল আদায়কারীরা বাদেও বাজার উন্নয়ন কমিটি প্রতি হাট বাজারে হাজার হাজার টাকা ঢোল আদায় করে থাকে। তারা কোনো উন্নয়ন করছে না। সে টোলের টাকাগুলো কোথায় যায় আমরা জানি না।
ব্যবসায়ী মিতু পাল আক্ষেপ করে জানান,কাঁদা উপেক্ষা করে প্রতিদিন এ সড়ক দিয়ে তাদের মন্দিরে যেতে হয়। পূজা দিতে হয়।
পানছড়ি বাাজার জামে মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি মোঃ সেলিম জানান,এ সড়ক দিয়ে তাদের প্রতিদিন মসজিদে আসা-যাওয়া করতে হয়। অনেক মুসল্লি এখন এ পথে না গিয়ে বিকল্প পথ দিয়ে মসজিদে আসা-যাওয়া করছে। জন সাধারনের সুবিধার্থে সড়কটি জরুরী ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন।
পানছড়ি বাজার উন্নয়ন কমিটির সহ-সভাপতি তপন বৈদ্য ক্ষোভ প্রকাশ করে জানান, এ ব্যাপরে তারা খাগড়াছড়ি বাজার ফান্ডের কাছে অনেক অনেক বার আবেদন করেছেন। কিন্তু কিছুই হয়নি।
খাগড়াছড়ি বাজার ফান্ডের উন্নয়ন কমিটির আহবায়ক ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য নির্মলেন্দু চৌধুরীর কাছে তিনি ব্যক্তিগতভাবেও পানছড়ি বাজারটি উন্নয়ন করে দেওয়ার জন্য অনেক অনেকবার অনুরোধ করা হয়েছে।
পানছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাজির হোসেন জানান, জনস্বার্থে সড়কটি সংস্কার করা খুবই প্রয়োজন। এ ব্যাপারে খাগড়াছড়ি বাজার ফান্ডে আবেদন করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.