জনসাধারণকে জরুরি রোগী পরিবহন সেবা নিশ্চিত করতে ‘স্বল্প মূল্যে সবার জন্য এই প্রথম বারের মত অ্যাম্বুল্যান্স সার্ভিস চালু করেছে রাঙামাটি পৌরসভা। বিএসআরএম গ্রুপ ও অগ্রযাত্রার সহযোগিতায় এই অ্যাম্বুল্যান্স সার্ভিস চালু করা হয়েছে।
বৃহস্পতিবার পৌরসভা প্রাঙ্গণে অ্যাম্বুল্যান্স সার্ভিসটি চালুর উদ্বোধন ঘোষণা করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এসময় পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী, বিএসআরএম গ্রুপের হেড অফ কমিউনিকেশন অফিসার রুহি এম আহমেদ,অগ্রযাত্রার চেয়ারম্যান নিলিমা আক্তার, সাবেক সিভিল সার্জন ডাঃ সপ্রিয় বড়ূয়া, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, কাউন্সিলর কালায়ন চাকমা,মিজানুর রহমান বাবু। এ সময় সহ পৌর ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএসআরএম গ্রুপের হেড অফ কমিউনিকেশন অফিসার রুহি এম আহমেদ অ্যাম্বুল্যান্স এর গাড়ী চাবী পৌর মেয়রের অনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
এসময় মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, রাঙামাটি সদর হাসপাতালসহ স্বাস্থ্য বিভাগ ও অন্য সেবাদানকারী প্রতিষ্ঠানে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ও প্রয়োজনীয় অ্যাম্বুল্যান্স সার্ভিস না থাকায় এখানকার জনসাধারণকে জরুরি ও আশঙ্কাজনক রোগী পরিবহন নিয়ে চরম বিপাকে পড়তে হয়। এতে প্রায় সময় জীবন সঙ্কটের মুখে পড়েন জরুরি রোগীরা। বিশেষ করে চট্টগ্রামসহ বাইরে রেফার করা রোগিদের পরিবহন নিয়ে মারাত্মক সঙ্কট তৈরি হয়।
বিষয়টি বিবেচনায় নিয়ে জরুরি রোগী পরিবহন সেবায় রাঙামাটি পৌরসভা হতে অ্যাম্বুল্যান্স সার্ভিস চালুর পদক্ষেপ নেয়া হয়েছে। এ জন্য সার্বক্ষণিক দুইটি অ্যাম্বুল্যান্স নিয়োজিত থাকবে। যে কোনো মুহূর্তে যে কেউ স্বল্পমূল্যে সার্ভিস পাওয়ার সুযোগ পাবেন বলে জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.