রাঙামাটিতে ৮৫ হাজার শিশুকে ভিটামিন এ-প্লাস খাওয়ানো হয়েছে

Published: 05 Aug 2017   Saturday   

সারাদেশের ন্যায় শনিবার রাঙামাটি জেলায়ও ভিটামিন এ- প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়েসী ৮৫ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হয়েছে।

 

এর মধ্যে জেলার ১০ টি উপজেলা ও ২ টি পৌরসভায় ১৩২৫ টি টিকাদান কেন্দ্রে ৪ হাজার স্বেচ্ছাসেবীদের সহায়তায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হয়।

 

রাঙামাটি জেনারেল হাসপাতালে কয়েকটি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন রাঙামাটি জেলা পার্বত্য পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মূছা মাতব্বর।

 

এসময় জেলা সিভিল সার্জন ডাঃ শহিদ তালুকদার, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বিনোদ শেখর চাকমা সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত