শনিবার রাঙামাটিতে জেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেটিডিয়ামে আয়োজিত প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মফিজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা, নানিয়ারচর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীপিকা খীসা, জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুন দেওয়ান, শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবুল বাশার চৌধুরীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ে পারদর্শী হতে হবে। উন্নয়নমূখী দেশ গড়তে শিক্ষার যেমন বিকল্প নেই তেমনি ক্রীড়া ও সংস্কৃতি ছাড়া দেশ বিশ্বে পরিচিতি লাভ করতে পারে না।
তিনি আরও বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে এ জেলা থেকে জাতীয় পর্যায়ে অনেক খেলোয়াড় ও শিল্পী অবদান রেখেছে, তাদের মতো তোমরাও আগামীতে বর্হিবিশ্বে এ জেলার সুনাম অর্জনে বলিষ্ট ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.