আগামী ৫ আগষ্ট জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপলক্ষে বুধবার রাঙামাটিতে সাংবাদ সন্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সন্মেলনে এবার রাঙামাটি জেলায় মোট ৮৫ হাজার ১৮৭ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত সাংবাদ সম্মেলনে । সিভিল সার্জন ডা. শহীদ তালুকদারের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে মেডিকেল অফিসার ডা. মাসুদুর রহমান খান, ডিস্ট্রিক নিউট্রিশন সাপোর্ট অফিসার ডা. এম এ রিফাত, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রিপোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাঙামাটি জেলার ২টি পৌরসভাসহ ১০ উপজেলার ১৩২৫টি কেন্দ্রে ৮৫ হাজার ১৮৭ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৯ হাজার ৯৫৩ এবং ১২-৪৯ মাস বয়সী ৭৫ হাজার ২৩৪ শিশুকে ভিাটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
আগামী ৫ আগস্ট জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে স্বাস্থ্য বিভাগের লক্ষ্যমাত্রা অনুযায়ী যাতে জেলার সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যায় এবং এ ব্যপারে গণমাধ্যমে ব্যাপক প্রচারের জন্য সাংবাদিকদের অনুরোধ জানান সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.