৫ আগস্ট জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন উপলক্ষে খাগড়াছড়িতে ওরিয়েন্টেশন কর্মশালা

Published: 01 Aug 2017   Tuesday   

আগামী ৫ আগস্ট জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন(১ম রাউন্ড) উপলক্ষে মঙ্গলবার খাগড়াছড়ি সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

এবার খাগড়াছড়ির ৯টি উপজেলায় ৯শ ৯০ টি  কেন্দ্রে  প্রায় ৯৬ হাজার ৮শ ৭৯ শিশুকে এ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

 

খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে ওরিয়েন্টেশন কর্মশালায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডাঃ শওকত হোসেন। সভায় উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতে বড়–য়া,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, এছাড়া জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা  সঞ্চালনা করেন সিভিল  সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ টুটুল।

 

কর্মশালায় সিভিল সার্জন ডাঃ শওকত হোসেন প্রতিটি শিশুকে ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ওপর গুরুত্বারোপ করে  আগামী ৫ আগস্ট জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচার করে জেলাবাসীদের জানানোর জন্য সকল সাংবাদিকদের অনুরোধ করেন।

 

তিনি আরো বলেন, মানবদেহে ভিটামিন ‘এ’ তৈরি হয় না তাই এটা বাইরে থেকে গ্রহণ করতে হয়। শিশুর জন্মের পর প্রথম ৬ মাসে মায়ের দুধে পর্যাপ্ত ভিটামিন ‘এ’ থাকে। পরবর্তীতে শিশুর বাড়ন্ত সময়ে অধিক ভিটামিন ‘এ’র চাহিদার প্রেক্ষিতে সম্পূরক খাদ্য হিসেবে এ ক্যাপসুল খাওয়ানো হয়। অল্প সময়ে এটি অত্যন্ত কার্যকরী একটি কৌশল যা পরবর্তী ৪-৬ মাস পর্যন্ত শিশুর দেহে ভিটামিন ‘এ’ স্বাভাবিক রাখতে সক্ষম। পাঁচ বছরের নিচের বয়সের শিশুরা ঝুঁকিপূর্ণ হওয়ায় এ সময়ে তাদেরকে এ ক্যাপসুল খাওয়ানো হয়। ভিটামিন ‘এ’ অভাবে চোখের ক্ষতিকর প্রভাবসহ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ডায়রিয়ার ব্যাপ্তিকাল বৃদ্ধি পায়, স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, রক্তস্বল্পতা এবং ত্বকের শুষ্কতা বৃদ্ধি ও ত্বক মলিন হয়ে যায়।

 

তিনি ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পরে যদি কোন প্রকার গুজব বা অপপ্রচার থেকে ও সর্তক থাকার অনুরোধ জানান।

 

উল্লেখ্য, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ (১ লাখ আই ইউ) ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ (২ লাখ আই ইউ) ক্যাপসুল খাওয়ানো হবে। খাগড়াছড়ি জেলার নয়টি উপজেলায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত