শুক্রবার রাজধানীর ঢাকায় পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি) বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথভাবে বাস্তবায়িত না হওয়া পর্যন্ত রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের সকলক ার্যক্রম বন্ধের দাবীতে এবং শনিবার সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির সমর্থনে এ বিক্ষোভ-সমাবেশ করা হয়।
পাহাড়ী ছাত্র পরিষদ, ঢাকা মহানগর শাখার তথ্য প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক শুভকর চাকমার পাঠানোপ্রেস বার্তায় বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যায়ের রাজু ভাষ্কর্যের পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপির ঢাকা মহানগর শাখার সভাপতি জেমশন আমলাইয়ে। বক্তব্য রাখেন,পিসিপির ঢাকা মহনগর শাখার সাংগঠনিক সম্পাদক সুলভ চাকমা ঢেঙা, তথ্য প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শুভকরচাকমা,হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভা নেত্রী চঞ্চনা চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য দীপায়ন খীসা প্রমূখ।এছাড়া ওগারো স্টুডেন্টইউনিয়ন (গাসু), বাংলাদেশ গারো ছাত্র সমিতি (বাগাছাস), ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম (টিএসএফ), বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল(বিএমএসসি),আদিবাসী যুব পরিষদ, গানের দল মাদল প্রভৃতি সংগঠন বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেছেন।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের জুম্ম জনগণের প্রবল আপত্তির সত্ত্বেও পার্বত্য চট্টগ্রাম চুক্তি এবং চুক্তি অনুযায়ী প্রণীত বিধিবিধানকে পাশ কাটিয়ে সরকার একতরফাভাে বপার্বত্য চট্টগ্রামে রাঙামাটি মেডিকেল কলেজ এবংবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম অব্যাহত রেখেছে। অথচ পার্বত্য চট্টগ্রামে এখনও পর্যাপ্ত সংখ্যক সরকারী প্রাথমিক বিদ্যালয়,নি¤œমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় নেই। উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানেও মানসম্মত শিক্ষক, অবকাঠামোগত সুবিধা ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণাদির যথেষ্ট ঘাটতি রয়েছে।এ অবস্থায় রাঙামাটিতে মেডিকেল কলেজ এবংবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের নামে কার্যত সরকার নতুন করে জুম্ম জনগণকে ভূমি থেকে উচ্ছেদের ষড়যন্ত্রই করছে। তাই উন্নয়নের নামে এই আগ্রাসনকে প্রতিরোধ করতে হবে। সমাবেশ থেকে বক্তারা পিসিপির কেন্দ্রীয় কমিটির শনিবার রাঙামাটি পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির প্রতি অকুন্ঠ সমর্থন ব্যক্ত করেন।
সমাবেশে চার দফা দাবি জানা হয়।সেগুলো হল পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়ন ব্যতীত রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের সকল কার্যক্রম বন্ধ করতে হবে,পার্বত্য জেলা ও উপজেলার হাসপাতালসমূহে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগসহ চিকিৎস াউপকরণ সরবরাহ এবং অবকাঠামো উন্নয়নে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে,পার্বত্য চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও মানসম্মত শিক্ষক নিয়োগ দিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়ন ত্বরান্বিত করতে হবে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.