শুক্রবাবার বেসরকারী টেলিভিশন নিউজ২৪ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে বর্নাঢ্য র্যালীসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধূরী সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাঙামাটি অতিরিক্ত জেলা পুলিশ সুপার শহীদুল্লাহ হক, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি শান্তিময় চাকমা, বৈশাখী টেলিভিশনের রাঙামাটি জেলা প্রতিনিধি মো. কামাল, এটিএন বাংলা রাঙামাটি জেলা প্রতিনিধি পুলক চক্রবর্তী, এসএ টিভি’র রাঙামাটি জেলা প্রতিনিধি মো. সোলায়মান, রাঙামাটি প্রতিবন্দী স্কুলের সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার, রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা ও নিউজ২৪ রাঙামাটি প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু প্রমুখ। অনুষ্ঠানে নিউজ২৪ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অতিথিরা কেক কাটেন।
এর আগে একটি র্যালী জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে রাঙামাটি জেলা পরিষদ কার্যালয় চত্বরের সামনে গিয়ে শেষ হয়।
রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধূরী তার বক্তব্য বলেন, সম্প্রতি পাহাড়ে ঘটে যাওয়া পর দুর্যোগের মধ্যেও নিউজ২৪ প্রতিনিধি সংবাদ প্রচারের ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা রেখেছে। আগামীতেও নিউজ২৪ পাহাড়ের অপরাধ, মাদ্রক ও জঙ্গীর বিরুদ্ধে সংবাদ প্রচারের ক্ষেত্রে কঠোর ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রায় হিসেবে নিউজ২৪ আগামীতে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন, নিউজ২৪ এক বছরের পথ চলায় পার্বত্যাঞ্চলসহ দেশ-বিদেশের নাগরিকদের প্রত্যাশা পূরণ করেছে। একই সাথে মুক্তিযুদ্ধার চেতনায় একটি সুখি সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠায় নিউজ২৪ মানসম্পন্ন অনুষ্ঠান ও নিরপেক্ষ সংবাদ প্রচারে অগ্রণী ভূমিকা রেখেছে। বিশেষ করে অনুসন্ধানী সাংবাদিকতায় নিউজ২৪ সাহসি অগ্রযাত্রার প্রশংসানীয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.