শুক্রবার জুরাছড়ি উপজেলার আমতলী ধর্মোদয় বৌদ্ধ বিহার বন ভান্তের স্মৃতি মন্দির নির্মান কল্পে মাঠ সম্প্রসারনের কাজ উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা। এসময় ১৪৭ নং এড়াইছড়ি মৌজার হেডম্যান, ১৪১ নং মৌজার হেডম্যান দিপায়ন দেওয়ান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভা নেত্রী কলপিতা চাকমা ও মিতা চাকমা, যুবলীগের সহ সভাপতি অরবিন্দু চাকমা, সাঙ্গঠনিক সম্পাদক রন্টু চাকমা, যুবলীগের সদস্য কিরন চন্দ্র চাকমা এবং আনন্দ চাকমা ও সেচ্ছাসেবকলীগের সদস্য সঞ্জীবন চাকমাসহ ছাত্রলীগের সহ সভাপতি জ্ঞানমিত্র চাকমা বিহার পরিচালনা কমিটির সভাপতি নিগিরেশ্বর চাকমাসহ এলাকার বিভিন্ন শ্রেণীর বৌদ্ধ নরনারী।
উদ্বোধন শেষে বিহার অধ্যক্ষ শ্রীমৎ ধর্মজ্যেতি স্থবির ভান্তের শির্ষ মন্ডলীর উপস্থিতিতে পঞ্চশীল গ্রহন, সংঘদান, অস্থপরিক্খার দানসহ নানা বিধ দানানুস্থান সম্পন্ন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন বর্তমান সরকার দেশের জন্য নানা উন্নয়ন এর কাজ করছেন এবং দেশের সকল ধর্মীয় প্রতিস্থান স্থাপনের জন্য কাজ করে যাচ্ছেন। কাজেই এলাকার উন্নয়নের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.