ভারী বর্ষনে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে ২০মিটার এলাকায় ভয়াবহ ভাঙ্গন

Published: 25 Jul 2017   Tuesday   

টানা ভারী বর্ষনের কারণে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে খামার পাড়া এলাকায় নতুন করে প্রায় ২০মিটার রাস্তা সম্পূর্ন বিধস্ত হওয়ায় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে এখনো সীমিত আকারে যানবাহণ চলাচল করতে দেয়া হচ্ছে।


জানা যায়, কয়েক দিনে টানা ভারী বর্ষনের কারণে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের খামার পাড়া এলাকায় নতুন করে ২০ মিটার রাস্তা সম্পূর্নভাবে ভেঙ্গে যায়। বর্তমানে ভেঙ্গে যাওয়া স্থান দিয়ে বৃষ্টির পানি বয়ে যাচ্ছে। সড়কের এই স্থানে এতই ভয়াবহ আকারে ভেঙ্গে গেছে যে যা সড়কটি মেরামত করতে মাস দুয়েক সময় লেগে পারে। এর আগে গেল ১৩ জুন ভয়াবহ পাহাড় ধসের কারণে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের দুটি স্থানে ভেঙ্গে যায়। ১মাস ৩ দিন পর কতুকছড়ি ইউনিয়নের সাপছড়ি হিজিং পাড়া এলাকায় ভেঙ্গে যাওয়া সড়ক মেরামত করার যানবাহনের জন্য খুলে দেয়া হয়েছিল।


অপরদিকে, রাঙামাটি-চট্টগ্রাম সড়কের শাল বাগান এলাকায় মেরামত করা অংশটি ঝুকিপূর্ন হয়ে উঠায় এখনো সীমিত আকারে সিএনজি,এম্বুলেন্স ও মাইক্রোবাস চলাচল করতে দেয়া হচ্ছে।


সড়ক ও জনপথ বিভাগের রাঙামাটির নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন জানান, গেল কয়েক দিনে টানা বর্ষনের কারণে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের খামার পাড়া এলাকায় প্রায় ২০মিটার রাস্তার সম্পূর্ন ভেঙ্গে গিয়ে বর্তমানে বৃষ্টির পানি প্রবাহিত হচ্ছে ওই স্থান দিয়ে। তবে বৃষ্টি কমলে সড়ক জনপথ বিভাগের লোকজন ভেঙ্গে যাওয়া স্থানে কাজ শুরু করবেন।

 

তিনি আরো জানান, রাঙামাটি-চট্টগ্রাম সড়কে এখনো সীমিত আকারে সিএনজি,এম্বুলেন্স ও মাইক্রোবাস চলাচল করতে দেয়া হচ্ছে। তবে বৃষ্টি কমে গেলে স্বাভাবিকভাবে যান চলাচলের জন্য খুলে দেয়া হবে।


উল্লেখ্য,গেল ১৩ জুন ভারী বর্ষনে পাহাড় ধসে রাঙামাটি সদর,জুরাছড়ি,কাপ্তাই,কাউখালী ও বিলাইছড়ি এলাকায় দুই সেনা কর্মকর্তা ও তিন সেনা সদস্যসহ ১২০ জনের মৃত্যূ হয়। এতে জেলায় ঘরবাড়ির ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত