খাগড়াছড়ির খ্যাতিমান শিক্ষক হেমন্ত কুমার চাকমা আর নেই

Published: 12 Feb 2015   Thursday   

খাগড়াছড়ি জেলা শহরের খ্যাতিমান শিক্ষক হেমন্ত কুমার চাকমা (৭২) বুধবার রাত ১১টা ২০ মিনিটে বার্ধক্যজনিত রোগে পানখাইয়াপাড়াস্থ নিজ বাস ভবনে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য ছাত্র-ছাত্রী, গুণগ্রাহী রেখে গেছেন।

 

তাঁর মৃত্যু সংবাদে খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা, জেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক মোঃ জাহেদুল আলম, পৌরমেয়র মোঃ রফিকুল আলম, খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার এবং খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ নুরুল আজম পৃথকভাবে শোক জ্ঞাপন করেছেন।

 

উল্লেখ্য, প্রয়াত হেমন্ত কুমার চাকমা প্রায় চার দশক খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ে সুনাম ও সততার সাথে শিক্ষকতা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত