বান্দরবানের ভারী বর্ষনের কারণে পাহাড় ধসে এক মহিলার মৃত্যু ও ৪ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের উদ্ধারের জন্য সেনাবাহিনী, পুলিশ, দমকল বাহিনী, রেড ক্রিসেন্ট সোসাইটিসহ স্থানীয়রা অভিযান চালাচ্ছে। তবে বৃষ্টির কারণে অভিযান ব্যাহত হচ্ছে। রোববার সকাল ১১টায় রুমা সড়কের ওয়াই জংশন দলিয়ান পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার টানা বর্ষণে বান্দরবান-রুমা সড়কের ওয়াই জংশনের দলিয়ান পাড়ার কাছে সড়কের উপর পাহাড় ধসে পড়লে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। রোববার সকাল ১১টার দিকে ওই অংশ দিয়ে যানবাহনের যাত্রীরা পায়ে হেঁটে পার হওয়ার সময় তাদের ওপর পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে মাটি চাপা পড়ে ৬ থেকে ৮জন নিখোঁজ হন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, দমকল বাহিনী, রেড ক্রিসেন্ট সোসাইটিসহ স্থানীয়রা অভিযান চালায়। এ সময় চিংমে মারমা নামের এক মহিলার লাশ এবং তিন জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের বাড়ি বান্দরবানের রুমায়। নিখোঁজ ৪জন হলেন রুমা উপজেলার স্বাস্থ্যকর্মী মুন্নি বড়ুয়া, উপজেলা পোস্ট মাস্টার জবিউল আলম, গৌতম নন্দি ও চিংমে চিং মারমা।
এ ঘটনার খবর পেয়ে পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সজ্ঞিত কুমার রায়সহ প্রশাসনের কমকতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রতিমন্ত্রী নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালানোর জন্য সেনাবাহিনী ও দমকল বাহিনীকে নির্দেশ দেন।
সেনাবাহিনীর ১৯ ইসিবির মেজর ইফতেকার জানান, ঘটনার সময় সেখানে সেনা প্রকৌশলের সদস্যরা সড়কের সংস্কার কাজ করছিলেন।ভারি বর্ষণের কারণে গত জুন মাসে রুমা সড়কের ওই অংশে পাহাড় ধসে পড়লে প্রায় এক মাস সড়ক যোগাযোগ বন্ধ ছিল। গত কয়েকদিন ধরে আবারো ভারি বর্ষণ হলে ওয়াই জংশন এলাকার দলিয়ান পাড়ার কাছে পাহাড় ধসে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এছাড়া অন্যান্য সড়কগুলোতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.