ছোট ছোট গাছের বোল্ডি দিয়ে সেতু নির্মাণ!

Published: 23 Jul 2017   Sunday   

সেতুর গোড়ায় ইটের ছোট ছোট গাছের বল্ডি। এর উপর বসানো হচ্ছে পাতাটন। নির্মাণ করা হচ্ছে সেতু। এটি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পানছড়ি-লোগাং সড়কের ভূজ্জনাল ছড়ার উপর নির্মিত বিকল্প সেতু। এ সড়কটি পানছড়ি উপজেলার পানছড়ি-লোগাং সড়কের একমাত্র সড়ক। এ সড়ক দিয়ে প্রতিনিয়ত অর্ধশত গাড়ী আসা-যাওয়া করে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা আশংকা করছে এলাকাবাসী। ঘটতে পারে ব্যাপক প্রাণহানীও।

 

অপরদিকে, সেতুটির সড়ক তৈরীতে মাটিগুলো দেওয়া হচ্ছে শ্বশ্মানের মাটি কেটে। শ্বশ্মানের উত্তর দিয়ে মাটি কেটি বড় পুকুর করা হয়েছে। এতে শ্বশ্মানটি নদীর গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনার আশংকা করছে এলাকাবাসী।

 

সরেজমিনে দেখা গেছে, সংশ্লিষ্ট ঠিকাদারের বোলডোজার ড্রাইভার মোঃ রমজান আলী বোলডোজার দিয়ে বিকল্প সেতুর সড়ক ঠিক করছেন। তবে তিনি  শ্বশ্মানের মাটি কেটে নেওয়ার বিষয়ে এটি শ্বশ্মানের জায়গার তা জানেন না। অজান্তে কেটে নেওয়া হয়েছে। সেতুর কাজ শেষ হওয়ার পর মাটি ভরাট করে দেওয়া হবে।

 

এলাকাবাসী ধনঞ্জয় চাকমা জানান, এ শ্বশ্মানটি প্রায় ১০টি গ্রামের মানুষের শ্বশ্মান। সামান্য বিকল্প সেতু নির্মাণের জন্য আমাদের শ্বশ্মানটিও শেষ করে দেওয়া হচ্ছে। এলাকাবাসী অত্যন্ত সহজ সরল বিধায় কেউ কিছু করছে না।

 

এ ব্যাপরে ঠিকাদানের প্রকৌশলী মোঃ ওমর জানান, সেতুটি ধরে রাখার জন্য ছোট ছোট গাছের বল্ডি দিয়ে ওয়াল দেওয়া হয়েছে। ভেঙ্গে পড়বে না।

 

চেংগী ইউপি চেয়ারম্যান কালাচাঁদ চাকমা বলেন-এ সড়ক লোগাং ও চেংগী ইউপি লোকজনের পানছড়ি যাওয়ার একমাত্র সড়ক। ভূজ্জনাল ছড়ার উপর নির্মিত বিকল্প সেতুটি ছোট ছোট গাছের বল্ডি দিয়ে দেওয়া হচ্ছে। খুবই ঝুকিপূর্ণ। যে কোনো মুহুর্তে ব্যাপক প্রাণহানি হতে পারে। যারা সেতু নির্মাণ করছে তারা এ ব্যাপারে তাকে কিছুই বলা হয়নি। যানমালের ক্ষতি হলে সব দোষ তাদের উপর পড়বে।

তিনি আরো জানান, এ ব্যাপারে লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য।

 

সড়ক ও জনপথ বিভাগের পানছড়ি-লোগাং সড়কের দায়িত্বরত প্রকৌশলী মোঃ আলমগীর মুঠোফোনে জানান,বিকল্প সেতুটি মাত্র ২০ফুট দীর্ঘ। তাই ছোট ছোট গাছের বল্ডি দিয়ে নির্মাণ করা হলেও আশা করি কিছু হবেনা। তাড়াও এ সেতু দিয়ে ঠিকাদারের পাথর বোঝাই ট্রাক যাবে। ভারী যান চলাচল করতে পারবে। আশা  করা যাচ্ছে জানমালের ক্ষতি হবে না।

 

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম মুঠোফোনে বলেন-বিকল্প সেতুটি নির্মাণ না করার জন্য প্রয়োজনীয় পদক্ষে নেওয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত