রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যানবাহন সাময়িক চলাচলের নিষেজ্ঞাধা

Published: 23 Jul 2017   Sunday   

ভারী বৃষ্টিপাতের কারণে রোববার দুপুর থেকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে সাময়িকভাবে যান চলাচলের নিষেজ্ঞাধা জারি করেছে সড়ক ও জনপথ বিভাগ।  তবে ভারী বৃষ্টিপাত কমে গেলে এ নিষেজ্ঞাধা প্রত্যাহার কর হবে। 

 

রাঙামাটির সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন জানান, পাহাড় ধসের কারণে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের  বিভিন্ন স্থানে ভেঙ্গে যায়। দীর্ঘ ১মাস ৩ দিন পর সড়কের কতুকছড়ি ইউনিয়নের সাপছড়ি হিজিং পাড়া এলাকায় ভেঙ্গে যাওয়া  সড়ক মেরামত সম্পন্ন করার পর হালকা যানবাহনের জন্য খুলে দেয়া হয়েছিল। কিন্তু ভারী বৃষ্টিপাতের প্রচন্ড বৃষ্টিপাতের কারণে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের সাপছড়ির হিজিং পাড়া এলাকায় ভেঙ্গে যাওয়া মেরামত করার স্থানটি ঝুকিপুর্ণ হয়ে উঠায় রোববার  দুপুর থেকে সাময়িকভাবে  যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে বৃষ্টিপাত কমে গেলে যতদ্রুত সম্ভব তা প্রত্যাহার করে নেয়া হবে। তিনি আরো জানান, যেভাবে বৃষ্টিপাত হচ্ছে ঝুঁকি নিয়ে ওই সড়কে যানবাহন না চালানোই নিরাপদ।

 

উল্লেখ্য,গেল ১৩ জুন ভারী বর্ষনে পাহাড় ধসে রাঙামাটি সদর,জুরাছড়ি,কাপ্তাই,কাউখালী ও বিলাইছড়ি এলাকায় দুই সেনা কর্মকর্তা ও  তিন সেনা সদস্যসহ ১২০ জনের মৃত্যূ হয়। এ ঘটনায়  ক্ষতিগ্রস্থ হয় ১৮ হাজার ৫৫৮টি পরিবার। এর মধ্যে ১হাজার ২৩১টি পরিবারের বাড়ী ঘর সম্পুর্ণ বিধস্ত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত