খাগড়াছড়ির দীঘিনালায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার দুর্গম রামরতন কারবারী পাড়ায় এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
দীঘিনালা জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন তৌহিদুল ইসলাম মান্নান জানান, শিক্ষা, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচীর আওতায় দুর্গম পাহাড়ী এলাকার লোকজনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে সেনাবাহিনী।
তারই ধারাবাহিকতায় আর এম ও ক্যাপ্টেন খাদেমুল ইসলামের নেতৃত্বে চিরন্তন আটাশ বীর’র একটি মেডিকেল টিম উপজেলার দুর্গম রামরতন কারবারী পাড়া নামক এলাকায় ২১১ জন পাহাড়ী রোগীকে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে জানান তিনি।
এদিকে দুর্গম পাহাড়ী এলাকায় বসবারত গরীব ও অসহায় লোকজনের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদানের জন্য উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী মোঃ কাশেম সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.