প্রয়াত সাবেক এমপি সুদীপ্তা দেওয়ানের মঙ্গলবার দ্বিতীয় মৃত্যু বার্ষিকী

Published: 17 Jul 2017   Monday   

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম অন্ঞ্চলের প্রথম মহিলা সংসদ সদস্য এবং স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সদস্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহভাজন পাহাড়ের নারী নেত্রী সুদীপ্তা দেওয়ানের মঙ্গলবার দ্বিতীয় মৃত্যূ বার্ষিকী । ২০১৫ সালের এই দিন চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে পরলোকগমন করেন।

 

পার্বত্য চট্টগ্রোমের সার্বিক উন্নয়নে আতœ নিবেদিত প্রয়াত এই সংসদ সদস্য সদস্য জাতির জনকের একনিষ্ঠ অনুসারী হিসাবে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলসহ চট্টগ্রামের ব্যাপক উন্নয়নে কাজ করেছিলেন। পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে উপজাতীয় কোটা প্রবর্তণ সহ এ অঞ্চলের ছাত্র-ছাত্রীদের বিদেশে শিক্ষা বৃত্তির সূযোগের বিষয়ওে তার অবদান রয়েছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের নারী সমাজের সার্বিক উন্নয়ন সহ এখানকার সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় সহ আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত