দেশের প্রথম বেসরকারী স্যাটেলাই টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার দুই দশক পূর্তি উপলক্ষে শনিবার রাঙামাটিতে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি প্রেস ক্লাবে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌর মেযর আকবর হোসেন চৌধুরী। এটিএন বাংলার রাঙামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম শামসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ব্রাকের রাঙামাটি এড়িয়া ম্যানেজার সমীর কুন্ডু। অনুষ্ঠান শেষে কেক কেটে কাটেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি। বক্তব্যে দেন রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রির্পোটার্স ইউনিটি সদস্য সত্রং চাকমা, সাংবাদিক ইউনিয়নের সদস্য হিমেল চাকমা, চ্যানেল আইয়ের প্রতিনিধি মনসুর আহম্মেদ।
এর আগে রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রাঙ্গন থেকে রাঙামাটি প্রেস ক্লাব চত্বর পর্ষন্ত আনন্দ শোভাযাত্রার বের করা হয়।
বক্তারা বলেন এটিএন বাংলার প্রতিষ্ঠা না হলে দেশে স্যাটেলাইট টেলিভিশন শিল্প কখনোই বিকাশ হতো না। এটিএন বাংলার দেখানো পথ অনুসরণ করে আজ এ শিল্প দেশের অগ্রগতিতে বিরাট ভূমিকা রেখেছে। বিনোদন মূলক অনষ্ঠান প্রচার ও সম্প্রচার সাংবাদিকতায় দক্ষতা দিয়ে এখনো মান বজায় রেখেছে এটিএন বাংলা। এধারা অব্যাহত রেখে এটিএন বাংলা আরো সামনের দিকে এগিয়ে যাবে বলে বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.