পাহাড় ধসের ঘটনায় রাঙামাটি সদর এবং কাপ্তাইয়ে ক্ষতিগ্রস্থ নারী-পুরুষ ও শিশুদের মাঝে শুক্রবার স্বাস্থ্যসম্মত হাইজিন প্যাক বিতরণ করা হয়েছে।
বন্ধুত্বের হাত বদল শ্লোগান নিয়ে ফাইট ফর সারভাইভরস রাইট এর উদ্যোগে সাপোর্টিং পিপল এ্যন্ড রিবিল্ডিং কমিউনিটিস স্পার্ক এর সহযোগিতায় এসব সামগ্রি বিতরণ করা হয়। এর মধ্যে রাঙামাটির সদর উপজেলার উদন্দি আদাম ও রাঙাপানি এলাকায় এবং কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ৬ টি ওয়ার্ডে ফিমেল হাইজিন প্যাক ২৫২ টি,আর পুরুষদের প্রয়োজনীয় স্পেশাল প্যাক ১০০ টি এবং শিশুদের জন্য স্পেশাল চিলড্রেন প্যাক ৫৯ টি বিতরণ করা হয়। ত্রাণকালে এ সময় স্থানীয় ওয়ার্ড মেম্বার,ফাইট ফর সারভাইভরস রাইট এর প্রতিনিধি এবং স্পার্ক এর সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফিমেল হাইজিন প্যাক এর মধ্যে রয়েছে স্যানিটার ন্যাপকিন,শ্যাম্পু, সাবান,এন্টিসেপ্টিক সাবান,চিরুনি,টুথপেস্ট,ব্রাশ,নারিকেল তৈল ও এন্টিসেফটিক লিকুইড।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.